ব্যাট-বলের লড়াইয়ের হয়তো আতাহার আলী খানকে কেউ মাঠে দেখেননি। কারণ তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সেই ১৯৯৮ সালে। কিন্তু ধারাভাষ্য হিসেবে বাংলাদেশের মানুষের কাছে অতি জনপ্রিয় আতাহার আলী খান। শুধু বাংলাদেশের মানুষের কাছেই নয় বিশ্বের অন্যতম সেরা স্টাইলিস্ট ধারাভাষ্যকার আতাহার আলী খান সারা বিশ্বজুড়ে প্রশংসিত।
বাংলাদেশের ক্রিকেট ম্যাচ মানে ধারাভাষ্য কক্ষে থাকেন আতাহার আলী খান। বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা সাক্ষী তিনি। ১৯৮৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশের সর্বকালের সেরা এই ধারাভাষ্যকারের।
দেশের হয়ে ১৯ টি ওয়ানডে খেলেছেন তিনি। অবসরের পরে মনোযোগ দেন ধারাভাষ্যে। গতকাল বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট বিডিক্রিকটাইমের মাধ্যমে নিজেদের সেরা একাদশ প্রকাশ করেছেন তিনি। আসুন জেনে নেই আতাহার আলী খানের সেরা একাদশ।
ওপেনার হিসেবে তিনি রেখেছেন বর্তমান বাংলাদেশের জাতীয় দলের দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। টপ অর্ডার এবং মিডল অর্ডার জুড়ে তার পছন্দ সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোহাম্মদ মিঠুন।
এর পরই রয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান
আতহার আলি খানের চোখে বাংলাদেশের সেরা একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট