কলোম্বোর সিরাসা টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে এসে শ্রীলঙ্কার সাবেক ক্রীড়া মাহিনদানান্দা অতুলগামাগে অভিযোগ করেন ‘২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল’ ভারতের কাছে বিক্রিকরে দিয়েছিল শ্রীলঙ্কা।’
তার এই অভিযোগের বিষয়টি আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি বেশ গুরুত্ব সহকারে পুরো দুনিয়ায় প্রকাশ করে। আর তাতেই তোলপাড় গোটা ক্রিকেট দুনিয়া।
দেশটির সাবেক ক্রীড়া মন্ত্রীর এমন মন্তব্যের মুখ খুলেছেন সেই বিশ্বকাপের ফাইনালে লঙ্কানদের প্রতিনিধিত্ব করা দুই সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।
শ্রীলঙ্কার হয়ে ওই ফাইনালে সেঞ্চুরি করা জয়াবর্ধনে এক টুইটে অভিযোগের প্রমাণ দিতে বলেছেন আলুথগামাগেকে। “নির্বাচন কি খুব কাছে? মনে হচ্ছে সার্কাস শুরু হয়ে গেছে। নাম ও প্রমাণ কই?”
একই সুর সেই ম্যাচে লঙ্কানদের নেতৃত্ব দেওয়া সাঙ্গাকারার কণ্ঠেও। ফেইসবুকে তিনি জানিয়েছেন নিজের অভিমত।
“সাবেক মন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগের নিজের ‘প্রমাণ’ আইসিসি ও দুর্নীতি বিরোধী ইউনিটের কাছে নিয়ে যাওয়া দরকার, যেন অভিযোগের পূর্ণ তদন্ত হতে পারে। এটা খুবই দুর্বোধ্য যে, এমন মারাত্মক একটি বিষয় সামনে আনার জন্য তিনি এতো দিন অপেক্ষা করেছেন! স্মৃতি ঠিক থেকে থাকলে আমার মনে হয়, সে সময় তিনিই ক্রীড়ামন্ত্রী ছিলেন।”
উল্লেখ্য, সেই ফাইনালে টসে জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান তুলে। জবাব দিতে নামা ভারতের শুরুটা ভালো হয়নি। সুপারস্টার শচীন মাত্র ১৮ রানে বিদায় নেন। ওপেনার বীরেন্দ্র শেবাগও ব্যর্থ হন।
বাকি সময় শ্রীলঙ্কার বাজে বোলিং ও ফিল্ডিংয়ে ভারত ম্যাচে ফিরে আসে। গৌতম গম্ভীর মিডল-অর্ডারে চমৎকার ব্যাটিং করেন। আর দুর্দান্ত ফিনিশার হিসেবে ভারতকে ফাইনাল জিতিয়ে দেন মহেন্দ্র সিং ধোনি।
সূত্রঃ স্পোর্টসজোন২৪