ক্রিকেট দলকে ইংল্যান্ড যাওয়ার অনুমতি দিলো পাকিস্তান সরকার

ক্রিকেট দুনিয়া June 16, 2020 1,874
ক্রিকেট দলকে ইংল্যান্ড যাওয়ার অনুমতি দিলো পাকিস্তান সরকার

আগামী জুলাইয়ে ইংল্যান্ড সফর করতে সরকার থেকে অনুমতি পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২৯ জন ক্রিকেটারসহ সব মিলিয়ে ৪৩ জনকে নিয়ে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল।


সোমবার (১৫ জুন) দেশের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান ক্রিকেট দলকে ইংল্যান্ড যাওয়ার অনুমতি দিয়েছে। ইসলামাবাদে পিসিবি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে ইংল্যান্ড সফর ছাড়াও ক্রিকেটে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান।


পিসিবির একটি সুত্র স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, যেহেতু মানুষ এখন ক্রিকেট এবং অন্যান্য খেলাধুলা দেখতে চায়, তাই আমাদের প্রধানমন্ত্রী এহসান মানিকে (পিসিবি চেয়ারম্যান) বলেছেন জাতীয় দলের ইংল্যান্ড সফরে যাওয়া উচিৎ। এতে করোনা সংকট ছাপিয়ে খেলাধুলা শুরু করার পথ হবে।


জুলাইয়ের শুরুর দিকেই ইংল্যান্ডে চলে যাবে পাকিস্তান। সেখানে গিয়ে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবেন তারা। এছাড়া নিজেদের দেশে কোন অনুশীলন ক্যাম্প করতে না পারায়, ইংল্যান্ডে গিয়েই নিজেদের অনুশীলন সারবে পাকিস্তান।


সূত্রঃ জুম বাংলা