দেশের ভয়াবহ করোনা পরিস্হিতির মধ্যেই টাইগারদের শ্রীলঙ্কা সফর নিয়ে প্রতিনিয়ত একের পর এক নতুন খবর আসছে। এই সফল নিয়ে কিছুদিন আগে ক্রিকেটারদের মত জানার চেষ্টা করেছে বিসিবি।
সফরটি নিয়ে দুইরকম মত ছিল ক্রিকেটারদের। সেখান থেকে সরে এসে তারা এবার বল ঠেলে দিয়েছেন সরকার ও বিসিবির কোর্টে। স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত হলেই খেলতে যেতে রাজি টাইগাররা।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সঙ্গে এক আলোচনা সভায় এমন জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তিনি বলেন, ‘ক্রিকেটাররা সফর নিয়ে উদ্বিগ্ন। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করলে তারা সফর করবেন।’
গতকাল রোববার রাতে অনলাইনে সম্মিলিতভাবে ক্রিকেটার ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আলোচনা সভায় বসে। কোয়াবের উদ্যোগে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় কোয়াবের পক্ষে উপস্থিত ছিলেন- সভাপতি নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ সুজন। ক্রিকেটারদের মধ্যে ছিলেন-মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাক, তুষার ইমরান, জহুরুল ইসলাম অমি, এনামুল হক জুনিস্থার, শাহরিয়ার নাফিস, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক সৈকত, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ।
এ ছাড়া এক বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ পূর্বক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪