করোনাভাইরাস মহামারীর মধ্যেই ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ২৯ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এই দলে পাঁচ জন ওপেনার ব্যাটসম্যান, আটজন মিডল-অর্ডার ব্যাটসম্যান, দুইজন উইকেট রক্ষক ব্যাটসম্যান, দশজন পেসার এবং চারজন স্পিনার রাখা হয়েছে।
তারা ২৯ জন ক্রিকেটার ও ১৪ জন সাপোর্ট স্টাফ যাবে পকিস্তান সফরে। সাপোর্ট স্টাফদের মধ্যে ইউনুস খান ও মোস্তাক আহমেদ থাকছেন যারা সম্প্রতি পাকিস্তান দলের ব্যাটিং ও স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।
প্রসঙ্গত যে, ৩০ জুলাই লর্ডসে টেস্ট দিয়ে শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ওল্ড ট্র্যাফোর্ডে ৭ জুলাই। আর ২০ জুলাই ট্রেন্ট ব্রিজে হবে তৃতীয় ও শেষ টেস্ট।
আর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি ২৯ আগস্ট হেডিংলিতে হবে। দুই দিন পর সোফিয়া গার্ডেন্সে হবে দ্বিতীয় ম্যাচ। রোজ বোলে ২ সেপ্টেম্বর ম্যাচ দিয়ে সফর শেষ করবে পাকিস্তান।
ইংল্যান্ড সফরের জন্যে পাকিস্তানের ২৯ সদস্যের স্কোয়াড–
অধিনায়কঃ আজহার আলী (টেস্ট অধিনায়ক) এবং বাবর আজম (টি-টোয়েন্টি অধিনায়ক)
ওপেনারঃ আবিদ আলী, ফখর জামান, ইমাম-উল-হক ও শান মাসুদ।
মিডল অর্ডার ব্যাটসম্যানঃ আসাদ শফিক, ফাওয়াদ আলম, হায়দার আলী, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক।
উইকেট রক্ষকঃ মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ।
পেসারঃ ফাহিম আশরাফ, হারিছ রউফ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহীন-শাহ আফ্রিদি, সোহেল খান, ওসমান শেনওয়ারী, ওয়াহাব রিয়াজ।
স্পিনারঃ ইমাদ ওয়াসিম, কাশিফ ভাট্টি, শাদাব খান ও ইয়াসির শাহ।
সূত্রঃ স্পোর্টসজোন২৪