সর্বোচ্চ শনাক্তের দিনে রেকর্ড ৪৫ জনের মৃত্যু

দেশের খবর June 9, 2020 1,912
সর্বোচ্চ শনাক্তের দিনে রেকর্ড ৪৫ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৩ হাজার ১৭১ জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। দেশে একদিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার হিসাবে এটি সর্বোচ্চ।


এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৭১ হাজার ৬৭৫ জন এবং মারা গেলেন ৯৭৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭৭ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন।


মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ১৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ৭১ হাজার ৬৭৫ জন।


সূত্রঃ যুগান্তর অনলাইন