সাকিব ‘ন্যাচারাল ট্যালেন্ট’, ওর জন্য একটা সিরিজই যথেষ্ট : মাশরাফি

ক্রিকেট দুনিয়া June 8, 2020 2,459
সাকিব ‘ন্যাচারাল ট্যালেন্ট’, ওর জন্য একটা সিরিজই যথেষ্ট : মাশরাফি

ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু বিশ্বকাপের পরে একটা সিরিজ খেলতেই ফিক্সিংয়ের তথ্য গোপন করায় আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা পান সাকিব। আগামী অক্টোবরের শেষে তার নিষেধাজ্ঞা শেষ হবে।


কিন্তু সাকিব কি তার আগের ফর্মে ফিরতে পারবে? এই নিয়ে টাইগার ক্রিকেটের অভিভাবক মাশরাফি মনে করেন, সাকিবের জন্য এক সিরিজই যথেষ্ট। কারণ সে ন্যাচারাল ট্যালেন্ট ক্রিকেটার।


সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় দৈনিক সমকালকে এক সাক্ষাৎকার মাশরাফি বলেন, “সাকিব ‘ন্যাচারাল ট্যালেন্ট’। কোনো সন্দেহ নেই, সেরা ছন্দ নিয়েই ফিরবে সাকিব। খুব বেশি সময় নিলে ছয় মাস। আমার ধারণা, একটা সিরিজই ওর জন্য যথেষ্ট।”


“প্রথম সিরিজ থেকেই পারফর্ম করতে পারে। ও আমাদের মতো না। ওর ভেতরে অন্যরকম ক্রিকেটীয় প্রতিভা আছে। খেলোয়াড় সাকিব অবশ্যই বাংলাদেশের শীর্ষে থাকবে। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস যতদিন থাকবে সাকিব সামনের সারিতে থাকবে।”– যোগ করেন বাংলাদেশের সবচেয়ে সফলতম এই অধিনায়ক।


এছাড়া জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদের নিয়ে কতটা আশাবাদী মাশরাফি? এমন প্রশ্নে সাবেক এই অধিনায়ক আরও বলেন, “মুস্তাফিজ, লিটন, সৌম্য উদীয়মান তারকা।


আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্স করার যথেষ্ট সামর্থ্য আছে। সাইফউদ্দিনের কথা আলাদা করে বলতেই হবে। সে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ভারসাম্য জায়গা। সাকিব একটা জায়গা, সাইফউদ্দিন আরেকটা।”


“সাইফউদ্দিন থাকলে দল চাইলে একজন ক্রিকেটার কম নিয়ে খেলতে পারবে। অন্য পজিশনে কাজে লাগাতে পারবে। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ খুব ভালো। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে। এই দলের খেলোয়াড়রাও তিন চার বছর পর প্রতিষ্ঠা পাবে।”– বলেন দেশের সেরা পেসার।


সূত্রঃ স্পোর্টসজোন২৪