দেশে গত ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিল আরও ৩৭ প্রাণ

দেশের খবর June 3, 2020 1,439
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিল আরও ৩৭ প্রাণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মারা গেলেন ৭৪৬ জন। এই সময়ে ২ হাজার ৬৯৫ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ছাড়াল,বুধবার পর্যন্ত মোট সংক্রমণ ৫৫ হাজার ১৪০।


বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, এটি দেশে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এর আগে মঙ্গলবারও স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ে জানানো হয়, একদিনে দেশে ৩৭ জন মারা গেছেন কোভিড-১৯ এ। নতুন করে মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৮ জন পুরুষ। আর নারী ৯ জন।


নাসিমা সুলতানা ৫০টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ১০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৫১০টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ৪৫ হাজার ৫৮৩টি।


সূত্রঃ যুগান্তর অনলাইন