পিসিবির চুক্তি থেকে বাদ পড়লেন ওয়াহাব-আমির-হাসান

ক্রিকেট দুনিয়া May 13, 2020 1,984
পিসিবির চুক্তি থেকে বাদ পড়লেন ওয়াহাব-আমির-হাসান

আগামী ২০২০-২১ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে ১৮ ক্রিকেটারকে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন পেসারের বাদ পড়ার পর নতুন মুখ হিসেবে চুক্তিতে এসেছেন ইফতিখার আহমেদ ও নাসিম শাহ।


নতুন এ চুক্তিতে টেস্ট অধিনায়ক হিসেবে আগেরজন অর্থাৎ আজহার আলীই আছেন। ওয়ানডে দলের দায়িত্ব পড়েছে বাবর আজমের কাঁধে।


সেই সঙ্গে টি- টোয়েন্টি দলের নেতৃত্বও দিবেন বাবর। এ বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এ চুক্তি কার্যকর থাকবে।


চুক্তির ক্যাটাগরি ‘এ’র ক্রিকেটারদের বেতন ধরা হয়েছে ১১ লাখ পাকিস্তানি রুপি। এই ক্যাটাগরিতে আছেন আজহার আলি, বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি।


সূত্রঃ আমাদের সময়