পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক বাবর আজম

ক্রিকেট দুনিয়া May 13, 2020 1,664
পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক বাবর আজম

নতুন অধিনায়ক হিসেবে বাবর আজমের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে পিসিবি।


ইংল্যান্ড বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর গত বছর সরফরাজ আহমেদকে নেতৃত্ব থেকে বাদ দেয় পিসিবি। এরপর টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেয়া হয় যথাক্রমে আজহার আলী ও বাবর আজমকে।


লম্বা সময় ধরে ওয়ানডে ম্যাচ খেলেনি পাকিস্তান। আর তাই ওয়ানডে অধিনায়কের নামও এতদিন ঘোষণা করা হয়নি। করোনাভাইরাসের প্রকোপে অবশ্য খুব দ্রুত মাঠে নামার সম্ভাবনা নেই পাকিস্তানের। তবুও নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করে দিলো তারা।


পাকিস্তানের প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ উল হক বলেন, 'দুই নতুন অধিনায়ক আজহার আলী ও বাবর আজমকে আমি ধন্যবাদ জানাই। এটা অবশ্যই সঠিক সিদ্ধান্ত। ভবিষ্যতে তাদের ভূমিকা কী হবে এটা বুঝিয়ে দিতে এটাই সঠিক সময়।


আমি নিশ্চিত তারা ভবিষ্যৎকে সামনে রেখে ভালো ভালো পরিকল্পনা শুরু করবে, যাতে করে তারা শক্ত দল গঠন করতে পারে ও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারে।'


সূত্রঃ ক্রিকফ্রেন্জি