বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম বরাবরই দারুণ বিনয়ী। মাঠ কিংবা মাঠের বাইরে সর্বদা হাসিমুখেই দেখা যায় তাকে। বিভিন্ন কারণে তার উদযাপনের ভঙ্গিও সবসময় অন্যরকম হয়ে থাকে। তবে শ্রীলংকার বিপক্ষে একটি ম্যাচ জয়ে বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে নাগিন ড্যান্স দিয়েছিলেন মুশফিক। বহুদিন পর অবশেষে এর কারণ জানিয়েছেন তিনি।
২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলংকার বিপক্ষে রেকর্ড ২১২ রান তাড়া করে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে উইনিং শট আসে মুশফিকের ব্যাট থেকে, এরপরই করেন বিখ্যাত সেলিব্রেশন ‘নাগিন ড্যান্স’। পরবর্তীতে অবশ্য পুরো দলই তার সঙ্গে এই সেলিব্রেশনে যোগ দেয়।
মুশফিকের আগে মূলত টাইগার বোলার নাজমুল ইসলাম অপু এই সেলিব্রেশন করতেন। শ্রীলংকার বিপক্ষে ম্যাচটিতে ৩৫ বলে ৭২ রানের এক দুর্দান্ত ইনিংসের পর নাগিন ড্যান্স করার কারণ হিসেবে মুশফিক বলেন, ‘আসলে এটা নিয়ে কোন পূর্ব পরিকল্পনা ছিল না। আগে থেকে ঐ নাগিন ড্যান্স করার কথা ভেবে রাখিনি। হুট করেই হয়ে গেছে।’
মিস্টার ডিপেন্ডেবল আরো বলেন, ‘আমার ইচ্ছে ছিল শ্রীলংকার সঙ্গে আমরা যদি জিততে পারি তাহলে স্পেশাল কিছু করব। আমি খুব খুশি ছিলাম, কারণ ঐ ম্যাচের উইনিং রান এসেছিল আমার ব্যাট থেকে। তাই আনন্দের আতিশয্যে ঐ নাগিন ড্যান্স দিয়েছিলাম।’
তবে সেই ম্যাচের পর আর কখনো এমন উদযাপন করেননি মুশফিক। উদযাপনের কথা বলতে গিয়ে এই ব্যাটসম্যান যোগ করেন, ‘আসলে শ্রীলংকার মাটিতে আমাদের জয়ের রেকর্ড ছিল না।
আমরা কখনো এত বেশি রান (২১৩) রান তাড়া করে জিতিনি। তাই অনেক বেশি ভাল লেগেছিল। আনন্দের মাত্রা হয়তো সে কারণেই বেশি ছিল। খুশির আতিশয্যেই অমন করেছিলাম। তারপরে যে উদযাপনটা এত বিখ্যাত হয়ে যাবে ভাবিনি।’
সূত্রঃ ডেইলি বাংলাদেশ