করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মাঠের খেলা বন্ধ। লকডাউনের কারণে গৃহবন্দী জীবন পার করছেন ক্রিকেটাররা। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটাররা মজেছেন লাইভ সেশনে।
নবনিযুক্ত ওয়ানডে দলপতি ইন্সটাগ্রাম লাইভে শনিবার এবং রবিবার আড্ডা দিয়েছেন মুশফিকুর রহিম-মাহমুদুউল্ললাহ রিয়াদের সঙ্গে। সোমবার তামিমের অতিথি ছিলেন মাশরাফি বিন মর্তুজা। যদিও এদিন ফেসবুক থেকে লাইভে এসেছিলেন ওয়ানডে অধিনায়ক।
লাইভে নিজের ক্রিকেট ক্যারিয়ারের বিভিন্ন ঘটনা, করোনা পরিস্থিতি ছাড়াও বিভিন্ন বিষয়ে কথা বলেন এই দুই সিনিয়র ক্রিকেটার। দুজন দুজনের নানা প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি পেছনে ঘটে যাওয়া অনেক ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেন। এছাড়া ভালো অধিনায়ক হতে হলে তামিমকে যে সব বিষয় করতে হবে বা খেয়াল রাখতে হবে এগুলো নিয়েও পরামর্শ দেন মাশরাফি।
এ সময়ে অধিনায়ক মাশরাফির সফলতার কথা বলতে গিয়ে তামিম জানিয়েছেন, তিনি মনে করতেন সাবেক ওয়ানডে দলপতি অলৌকিক শক্তি আছে বা তাঁর সাথে জ্বীন আছে। উদাহরণ দিতে গিয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি ঘটনা তুলে ধরেন এই ওপেনার।
ঠাট্টার ছলে তামিম বলেন, 'আমি সবসময়ই বিশ্বাস করতাম, আপনার সাথে জ্বীন বা কিছু একটা আছে। আপনাকে আমি মানা করি, অফ স্পিনার দিয়েন না, আপনি দেন উইকেটও পান। হয়তোবা আপনার মতো অধিনায়ক হইতে পারবো কিন্তু জ্বীন কোথা থেকে আনবো? আপনার সাথে যে জ্বীনটা থাকে ওইটারে কই থেকে আনবো আমি!'
বিপিএলের সেই ম্যাচের কথা টেনে তামিম আরও বলেন, 'আমি শেষ ম্যাচে (বিপিএল) চিন্তা করলাম ফ্লেচার ব্যাটিং করতেছে। আপনি মেহেদিকে বল দিয়ে দিয়েছেন, আপনাকে মানা করছি, তারপরও দিছেন।'
'আপনি আমাকে বললেন, করতে দে, করতে দে। দ্বিতীয় বলে আউট হয়ে গেল। রিয়াদ ভাইর ক্ষেত্রেও হয় অনেক সময়। আমি আপনাকে বাঁধা দেই, আপনি বলেন দাঁড়া দাঁড়া। এটা ভাই এখানে অলৌকিক শক্তি আছে।'
সূত্রঃ ক্রিকফ্রেন্জি