তামিমের চোখে সবচেয়ে কঠিন বোলার যারা

ক্রিকেট দুনিয়া May 3, 2020 2,946
তামিমের চোখে সবচেয়ে কঠিন বোলার যারা

দেশসেরা ওপেনার থেকে এখন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দেশেসেরা ব্যাটসম্যান ও বলা যায় তাকে। এবার তিনি জানালেন তার খেলা তিনজন কঠিন বোলারের নাম।


তামিমের ফেস করা কঠিন বোলার তালিকায় দু’জন স্পিনার এবং একজন পেসার। পেসার হিসেবে তার কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে দক্ষিণ আফ্রিকার মরনে মরকেলকে। এছাড়া স্পিনে ভারতের ক্যারম বল স্পিনার রবিচন্দন অশ্বিন। আর পাকিস্তানের দুসরা বোলার সাইদ আজমল আছেন তামিমের এ তালিকায়।


সংবাদ মাধ্যমে তামিম বলেন, ‘প্রথমে আমি সাইদ আজমলের কথা বলবো। যখন সে তার সেরা সময়ে ছিল, আমি তার বল বুঝতে পারতাম না। তাকে খেলতে আমার বেশ সমস্যায় পড়তে হয়েছে। দক্ষিণ আফ্রিকার মরনে মরকেলকেও আমার কঠিন লেগেছে। এছাড়া বর্তমান ক্রিকেটারদের মধ্যে আছেন রবিচন্দন অশ্বিন’।


সূত্রঃ ডেইলি বাংলাদেশ