সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রভাবে বর্তমানে বন্ধ রয়েছে সকল ধরনের ক্রিকেট ম্যাচ। তবে এদের মাঝেই আইসিসির সর্বশেষ র্যাংকিং প্রকাশ করেছে। যেখানে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবনতি হলে ও টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা ৮ দলের মধ্যে উঠে এসেছে বাংলাদেশ।
দীর্ঘদিন পর টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ‘১০’ এর গেরো পার করল বাংলাদেশ। নতুন হালনাগাদকৃত র্যাংকিংয়ের তালিকায় টি-টোয়েন্টিতে দুই ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২৯।
এই ফরম্যাটে বাংলাদেশের নিচে আছে দুইবারের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। ৫ রেস্টিং পয়েন্ট হারিয়ে ৭ থেকে ১০ এ নেমেছে আফগানিস্তান।