শোয়েব আখতারের যে বিশ্ব রেকর্ড মানেনি আইসিসি

ক্রিকেট দুনিয়া April 27, 2020 4,064
শোয়েব আখতারের যে বিশ্ব রেকর্ড মানেনি আইসিসি

ঠিক ২০ বছর আগে আজকের এই দিনে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারে প্রথমবারের মতো ঘণ্টায় ১০০ মাইল বেগে বল ছুড়েছিলেন পাকিস্তানি পেসার শোয়েব আখতার। ২০০২ সালের ২৭ এপ্রিল এই বিশ্ব রেকর্ডটি গড়েন পাকিস্তান এ পেসার। তবে রেকর্ডটি আনঅফিসিয়াল!


শোয়েব আখতার ঘণ্টায় ১০০.০৪ মাইল বেগে ক্রেইগ ম্যাকমিলানকে বলটি করেছিলেন। যা কিলোমিটার হিসেবে দাঁড়ায় ১৬১। তবে সে ম্যাচে গতি মাপার যন্ত্র মান অনুযায়ী না থাকায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি রেকর্ডটি মূল্যায়ন করতে অস্বীকৃত জানায়।


ফলে অস্ট্রেলিয়ান সাবেক পেসার জেফ থমসনের গতির রেকর্ডটিই বহাল থাকে। তিনি ১৯৭৫ সালে ৯৯.৮ মাইল বেগে বল করে রেকর্ড গড়েছিলেন।


এদিকে স্বীকৃতি না পেয়ে মন খারাপ করার মানুষ নন শোয়েব আখতার। তিনি তা এক বছর পরই প্রমাণ করে দেন। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপকে নিজেকে তুলে ধরেন।


ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১০০.২ মাইল বেগে বল করেন । কিলোমিটারের হিসেবে ১৬১.৩। যা এখন পর্যন্ত সর্বোচ্চ গতির বলের বিশ্ব রেকর্ড হয়ে আছে। - ডেইলি বাংলাদেশ