সবধরনের ক্রিকেট থেকে উমর আকমলকে তিন বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে পিসিবি।
আকমলের বিরুদ্ধে অভিযোগ ছিল, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সময় তাঁর কাছে যে স্পট-ফিক্সিংয়ের খবর ছিল তা তিনি বোর্ডকে জানাননি। ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানকে চলতি বছরের ফেব্রুয়ারিতে সাময়িকভাবে নির্বাসিত করা হয়।
সোমবার এক টুইট বার্তায় পিসিবি জানায়, শুনানি শেষে সংস্থাটির শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান বিচারপতি (অব.) ফজল-ই-মিরান চৌহান এই নিষেধাজ্ঞা জারি করেছেন।
ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন উমর। মূলত এ কারণে দারুণ প্রতিভাবান হওয়ার পরও দলে থিতু হতে পারেননি কখনও। দলে আসা যাওয়ার মধ্যে ছিলেন তিনি।
এবার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসেছিল। গত ২০ মার্চ আকমলের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ আনে পিসিবি। এর আগে ২০ ফেব্রুয়ারি থেকেই সাময়িক নিষেধাজ্ঞায় তিনি। - ক্রিকফ্রেন্জি