শিক্ষকদের স্থান কোথায়?

শিক্ষক-ছাত্র কৌতুক April 28, 2016 2,832
শিক্ষকদের স্থান কোথায়?

শিক্ষকঃ বলতো জহির, শিক্ষকদের স্থান কোথায়?


জহিরঃ কেন স্যার, আমার পেছনে।


শিক্ষকঃ শিক্ষকদের শ্রদ্ধা করতে শেখোনি তোমার কিছু হবেনা!


জহিরঃ কেন স্যার, আমার বাবা তো প্রায়ই বলেন, তোর পেছনে অত মাষ্টার লাগালাম, তবু তুই পাশ করতে পারলিনা