বাংলাদেশ সফরে আসতে চায় নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল

ক্রিকেট দুনিয়া April 15, 2020 3,969
বাংলাদেশ সফরে আসতে চায় নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল

করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে বাংলাদেশের সকল ক্রিকেট সিরিজ। এই মাসের প্রথমদিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু শেষ পর্যন্ত করোনাভাইরাসের কারণে স্থগিত হয়েছে বাংলাদেশের পাকিস্তান সিরিজ।


শুধু পাকিস্তান সিরিজে নয় বাংলাদেশের বিপক্ষে সিরিজ স্থগিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। এছাড়াও সিরিজ স্থগিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।


কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের বিপক্ষে সিরিজ স্থগিত করছে না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ রয়েছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের।


এখনই ওই সিরিজ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইনা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বরং পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশ সফর অবশ্যই করবেন নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল এমনটাই বলেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।


সংবাদ মাধ্যমকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানান, নর্দান হ্যাম্পাশায়ার ও ওয়েস্ট ইন্ডিজ সফর অনিশ্চিত। তবে আগস্টে বাংলাদেশ সফর এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের ভারত সফর স্থগিতের সময় এখনও আসেনি।


সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট