বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, করোনাভাইরাসের কারণে এই মুহূর্তে সব ক্রিকেটারই নিষিদ্ধ হয়ে আছে। লাইভে এসে জাতীয় দলের সাবেক এ অধিনায়ক আরও বলেন, আমি সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ছিলাম। এখন নিষেধাজ্ঞায় আছি। আশা করি, তাড়াতাড়ি আবার ক্রিকেটে ফিরব। তবে এখন এই মুহূর্তে করোনাভাইরাসের কারণে সব ক্রিকেটারই নিষিদ্ধ হয়ে আছে।
জুয়াড়িদের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পাওয়ার পরও তা গোপন করায় এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা ভোগ করছেন সাকিব আল হাসান। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা এই অলরাউন্ডার মনে করছেন, করোনার কারণে এখন সব ক্রিকেটারই নিষিদ্ধ!
এভারেস্টজয়ী বাংলাদেশের নারী পর্বতারোহী ওয়াশফিয়া নাজনীন হায়দারের সঙ্গে ফেসবুক লাইভে মজা করেই এভাবে উত্তর দেন সাকিব। যুক্তরাষ্ট্রে অবস্থান করা ওয়াশফিয়া নাজনীন গত মাসে করোনায় আক্রান্ত হয়েছেন।
২১ দিন পার হয়ে গেলেও এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। দেশের মানুষকে সচেতন করতে করোনায় আক্রান্ত অবস্থায় তার কী অবস্থা ছিল, তা জানাতে লাইভ চ্যাটে অংশ নেন তিনি। - যুগান্তর