কোহলির রাজত্ব কেড়ে নিলেন বেন স্টোকস

ক্রিকেট দুনিয়া April 8, 2020 2,909
কোহলির রাজত্ব কেড়ে নিলেন বেন স্টোকস

ক্রিকেটের বাইবেল খ্যাত ‘উইজডেন অ্যালমানাক’ এর এ বছরের শীর্ষ ক্রিকেটার তালিকায় নাম উঠেছে বেন স্টোকসের। এর আগে এ তালিকায় সর্বশেষ ইংল্যান্ডের কোনো ক্রিকেটারের নাম উঠেছিলো ২০০৫ সালে।


ওই সময়ও নাম উঠেছিলো এক অলরাউন্ডারের- অ্যান্ড্রু ফ্লিনটফ। আ এবারো সেই অলরাউন্ডার। করোনা মাহমারীর মধ্যেই এ সুখবর পেয়েছেন স্টোকস।


উইজডেনের এবারের সংস্করণে স্টোকসই হবেন শীর্ষ ক্রিকেটার- তা একপ্রকার অনুমেয়ই ছিল। কেননা ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে নিজ দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতিয়েছিলেন স্টোকস।


এই তালিকার শীর্ষে নাম লেখাতে গিয়ে স্টোকস কেড়ে নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির রাজত্ব। টানা তিন বছর ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালের সংস্করণে শীর্ষ ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন কোহলি তিনি। - আমাদের সময়