করোনার কারণে আন্তর্জাতিক ক্রিকেট স্থগিত করলো আইসিসি

ক্রিকেট দুনিয়া March 27, 2020 1,992
করোনার কারণে আন্তর্জাতিক ক্রিকেট স্থগিত করলো আইসিসি

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক ক্রিকেটের শাসক সংস্থা আইসিসি সকল ক্রিকেট স্থগিত ঘোষণা করেছে। আজ এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে তারা।


২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব স্থগিত করেছে আইসিসি। বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে যেসব বাছাই পর্বের ম্যাচ ছিলো সবকটি স্থগিত ঘোষণা করা হয়েছে। বাছাই পর্বের ম্যাচগুলোর সময়সূচি নতুন করে পরে জানিয়ে দেওয়া হবে।


শুধু বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ নয়, আইসিসি পিছিয়ে দিয়েছে আরো ৮টি টুর্নামেন্ট। পিছিয়ে যাওয়া টুর্নামেন্টের মধ্যে আছে ২০২০ ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা অঞ্চলের বাছাই পর্ব।


এছাড়াও ৩-১৯ জুলাই শ্রীলঙ্কাতে শুরু হতে যাওয়া নারী বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ পেছানো হবে কিনা সেটি নিয়েও ভাবছে আইসিসি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ট্যুরও বাতিল করেছে আইসিসি। - আমাদের সময়