করোনা মোকাবেলায় এবার এগিয়ে এলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। নিজেদের এক মাসের বেতনের অর্ধেক দান করে দিচ্ছেন মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা।
আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন জাতীয় দলের ম্যানেজার সাব্বির খান। সবার অনুদানের তালিকা নিচে দেওয়া হলো-
১। মুশফিকুর রহিম- ৩ লক্ষ্য ১০ হাজার টাকা।
২। তামিম ইকবাল- ৩ লক্ষ্য ২৫ হাজার টাকা।
৩। লিটন দাস- ১ লক্ষ্য ৩৭ হাজার টাকা।
৪। মেহেদি হাসান মিরাজ- ১ লক্ষ্য ৩৭ হাজার টাকা।
৫। তাইজুল ইসলাম- ১ লক্ষ্য ২৫ হাজার টাকা।
৬। মোহাম্মদ মিঠুন- ১ লক্ষ্য টাকা।
৭। নাজমুল হোসেন শান্ত- ৭৫ হাজার টাকা।
৮। মমিনুল হক- ১ লক্ষ্য ৬৫ হাজার টাকা।
৯। নাইম হাসান- ৫০ হাজার টাকা।
১০। আবু জায়েদ রাহী- ৫০ হাজার টাকা।
১১। এবাদত হোসেন- ৫০ হাজার টাকা।
১২। মাহমুদউল্লাহ রিয়াদ- ২ লক্ষ্য ২৫ হাজার টাকা।
১৩। সৌম্য সরকার- ১ লক্ষ্য ৫০ হাজার টাকা।
১৪। মুস্তাফিজুর রহমান- ১ লক্ষ্য ৫০ হাজার টাকা।
১৫। আফিফ হোসেন- ৫ হাজার টাকা।
১৬। নাইম শেখ- ৫০ হাজার টাকা।
১৭। সাইফুদ্দিন- ৭৫ হাজার টাকা।
১৮। শফিউল ইসলাম- ১ লক্ষ্য ৫০ হাজার টাকা।
১৯। মাশরাফি- ২ লক্ষ্য ২৫ হাজার টাকা।
২০। আল আমিন হোসেন- ৭৫ হাজার টাকা।
২১। মেহেদী হাসান- ৫০ হাজার টাকা।
২২। হাসান মাহমুদ- ৫০ হাজার টাকা।
২৩। সাইফ হাসান- ৫০ হাজার টাকা।
২৪। ইয়াসির আলী- ৫০ হাজার টাকা।
২৫। তাসকিন আহমেদ- ৫০ হাজার টাকা।
২৬। নাসুম আহমেদ- ৫০ হাজার টাকা।
২৭। আমিনুল ইসলাম বিপ্লব- ৫০ হাজার টাকা।
সর্বোমোট- ৩০ লক্ষ্য ১৫ হাজার টাকা।