আনুষ্ঠানিকভাবে আয়ারল্যান্ড সফর স্থগিত করলো বিসিবি

ক্রিকেট দুনিয়া March 21, 2020 1,098
আনুষ্ঠানিকভাবে আয়ারল্যান্ড সফর স্থগিত করলো বিসিবি

আগামী মে মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিলো বাংলাদেশ ক্রিকেট দলের। ওই সফরে ইংল্যান্ডের মাটিতে আইরিশদের বিরুদ্ধে চারটি টি-টোয়েন্টির সূচিও ছিলো টাইগারদের। কিন্তু সেটা আর হচ্ছে না। মরণঘাতী করোনাভাইরাসের কারণে সিরিজ দুটি স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


এর আগে পাকিস্তান সফরের শেষ ধাপও বাতিল করেছে বাংলাদেশ। এরপর আগামী ২৮ মে পর্যন্ত সবধরনের ক্রিকেট নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে দু’দলের খেলা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না।


বিসিরি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এমনটাই নিশ্চিত করেছেন। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে সফর স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।


সূত্রঃ আমাদের সময়