অনির্দিষ্টকালের জন্য সবধরনের ক্রিকেট স্থগিত করলো বিসিবি

ক্রিকেট দুনিয়া March 19, 2020 1,280
অনির্দিষ্টকালের জন্য সবধরনের ক্রিকেট স্থগিত করলো বিসিবি

বিশ্বব্যাপি সংক্রমনের পর বাংলাদেশেও কোভিড-১৯ আক্রান্ত রোগির সংখ্যা দাঁড়িয়েছে ১৭। এমন সংকটপূর্ণ অবস্থায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মাঠে ক্রিকেট ফেরার সম্ভাবনা নেই বলে জানান নাজমুল হাসান। এই প্রসঙ্গে বোর্ড সভাপতি সংবাদ সম্মেলনে বলেন, ‘অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট বন্ধ থাকছে। ১৫ এপ্রিল পর্যন্ত খেলা শুরু হওয়ার সম্ভাবনা নেই।’


এদিকে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার কারণে স্থগিত করা হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফরও। শুধু তাই নয় আগামী মে মাসে অনুষ্ঠেয় আয়ারল্যান্ড সিরিজও স্থগিত করার কথা ভাবছে বিসিবি।


তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। বেলফাস্টে ওয়ানডে সিরিজ শেষে ইংল্যান্ডের মাটিতে চারটি টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের। কিন্তু ইংল্যান্ডের সার্বিক পরিস্থিতি (করোনা) বিবেচনায় সিরিজ দুটি হচ্ছে না বলে ধারণা করা যাচ্ছে।


সূত্রঃ আমাদের সময়