জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশের অন্যতম সেরা তারকা লিটন দাস। তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সিরিজসেরা ছিলেন লিটন।
দুই টি-টোয়েন্টিতেই হাফসেঞ্চুরি হাঁকান তিনি। যার ফলে এবার আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটনের। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
র্যাঙ্কিংয়ে ২২তম পজিশনে আছেন লিটন। ৫৬৩ রেটিং পয়েন্ট নিয়ে এই অবস্থান আছেন তিনি। ৫২৯ রেটিং পয়েন্ট নিয়ে ৩০তম পজিশনে আছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
৪৯২ রেটিং পয়েন্ট নিয়ে ৪৪ নম্বরে আছেন তরুণ ওপেনার মোহাম্মদ নাইম শেখ। ৪৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ৪৬ নম্বরে সৌম্য সরকার ও ৪৭৫ রেটিং পয়েন্ট ৫০ নম্বরে আছেন তামিম ইকবাল।