বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্ক। এই মহামারীর মাঝেই চলছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। কিন্তু আজ ১৭ মার্চ পিএসএল স্থগিতের ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আজ পিএসএলের সেমিফাইনাল ও আগামীকাল ১৮ মার্চ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। এই টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল কবে মাঠে গড়াবে সে ব্যাপারে কিছু বলা হয়নি।
এবার পিসিবির কাছে এক প্রস্তাব রেখেছেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তার দল মুলতান সুলতানস। সেমি নিশ্চিত করা বাকি তিন দল পেশোয়ার জালমি, লাহোর ক্বলান্দারস এবং করাচি কিংসের চেয়ে পয়েন্ট বেশি তাদেরই।
আর তাই সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত না হওয়ার জেরে পিএসএলের ট্রফিটি তার দলকে দিয়ে দেওয়ার জন্য পিসিবির কাছে অনুরোধ করেন আফ্রিদি। টুইট বার্তায় তিনি লিখেন, ‘পিএসএলকে এভাবে শেষ হতে দেখে খারাপ লাগছে।
কিন্তু স্বাস্থ্য এবং নিরাপত্তা সবার কাছেই গুরুত্বপূর্ণ। অবশ্য এই সিদ্ধান্তটা আরো আগে নেওয়া উচিত ছিল। আচ্ছা, পয়েন্ট টেবিলের শীর্ষ দলকে ট্রফিটা দিয়ে দিলে কেমন হয়?’