করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিশ্বের প্রায় সব ধরণের খেলাধুলা স্থগিত করা হয়েছে। সর্বশেষ এ তালিকায় নাম লেখালো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।
পিএসএলে আজ ১৭ মার্চ দুটি সেমিফাইনাল ও আগামীকাল ১৮ মার্চ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হুট করেই আজ পিএসএল বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তবে পিএসএল বন্ধের পেছনে এবার ভয়ঙ্কর কারণ জানা গেল। পিএসএলে করোনাভাইরাসে আক্রান্ত এক বিদেশি ক্রিকেটার ছিলেন বলেই সন্দেহ করা হচ্ছে। এ বিষয়টি পিসিবির কানে যেতেই পিএসএল বন্ধের সিদ্ধান্ত নেয় তারা।
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বিষয়টি নিশ্চিত করেন। তবে কোন বিদেশি ক্রিকেটারকে নিয়ে এই সন্দেহ সেই ব্যাপারে কিছুই জানায়নি পিসিবি। - অনলাইন