ফাইনালের আগ মূহুর্তে স্থগিত করা হল পিএসএল

ক্রিকেট দুনিয়া March 17, 2020 1,708
ফাইনালের আগ মূহুর্তে স্থগিত করা হল পিএসএল

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ করোনা ভাইরাসে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। এর মধ্যে পাকিস্তানেও দিনে দিনে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তে সংখ্যা। গত বুধবার (১১ মার্চ) পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০।


এদিকে করোনা প্রকোপ স্বত্বেও টুর্নামেন্ট শেষের দিকে হওয়ায় বন্ধ করেনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। কিন্তু সেমিফাইনালের খেলার দিন স্থগিত করে পিএসএলের এবারের আসর।


শুরু থেকে আয়োজনটা ভালো হলেও শেষ দিকে এসে করোনা ভাইরাসের প্রভাবে পাকিস্তান ছাড়ে ইংলিশ ব্যাটসম্যানরা। একে একে খেলোয়াড় সংকটে পড়ে ফ্র্যাঞ্চাইজিগুলো। যার কারণে দুটি সেমিফাইনাল ও ফাইনালের আগ মূহুর্তে স্থগিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।