এবার দক্ষিণ আফ্রিকা-ভারত ওয়ানডে সিরিজ বাতিল

ক্রিকেট দুনিয়া March 13, 2020 1,108
এবার দক্ষিণ আফ্রিকা-ভারত ওয়ানডে সিরিজ বাতিল

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) শুক্রবার এ সিদ্ধান্ত নেয়। গত বৃহস্পতিবার মোহালির ধর্মশালার মাঠে টস হওয়ার আগেই অবিরাম বৃষ্টিতে প্রথম ওয়ানডে ম্যাচ ভেস্তে যায়।


পরবর্তীতে সিরিজের দ্বিতীয় ম্যাচ লক্ষ্ণৌতে এবং কলকাতার ইডেন গার্ডেনে তৃতীয় ম্যাচ দর্শকহীন গ্যালারিতে হওয়ার কথা জানিয়েছিলো ভারতীয় ক্রিকেটের শাসক সংস্থা বিসিসিআই। কিন্তু সেই সিদ্ধান্তেও তারা অটল থাকতে পারেনি। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে ক্রিকেটারদের বাঁচাতে শেষ পর্যন্ত তারা ম্যাচ বাতিলের কথা জানিয়ে দেয় দুই দলকে।


১৮ মার্চ ইডেন গার্ডেনে তৃতীয় ওয়ানডের জন্য টিকিট বিক্রি শুরু করা হয়েছিলো। ক্লাবগুলোকেও সৌজন্য টিকিট দেওয়া হয়েছিলো। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে টিকিট বিক্রিও বন্ধ করে দেওয়া হয়।


সূত্রঃ আমাদের সময়