জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ দল। সব ফরম্যাটেই তাদের হারিয়েছে টাইগাররা। একমাত্র টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুয়ে।
দুই ম্যাচের টি-টোয়েন্টি শেষে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। ২ ম্যাচ খেলে ১১৯ রান নিয়ে শীর্ষে আছেন তিনি। দুই ম্যাচেই হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
২ ম্যাচ খেলে ৮২ রান করে তালিকার দুইয়ে আছেন সৌম্য সরকার। ২ ম্যাচ খেলে ৬০ রান করেছেন জিম্বাবুইয়ান তারকা ব্রেন্ডন টেলর। তিনি তালিকায় তিনে অবস্থান করছেন।
১ ম্যাচ খেলে ৪১ রান করে তালিকার চারে আছেন তামিম ইকবাল। ২ ম্যাচ খেলে ৩৮ রান করেছেন জিম্বাবুয়ে ওপেনার টিনাশে কামুনহুকামুয়ে। তিনি পাঁচে অবস্থান করছেন।