২০১৮ সালের মার্চে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত নিদাহাস ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। দীনেশ কার্তিকের ব্যাটে ভর করে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে জিতেছিল ভারত।
কিন্তু বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচটি দুঃস্বপ্নের মত ছিল ভারতীয় অলরাউন্ডার বিজয় শঙ্করের। বল হাতে ৪ ওভারে ৪৮ রান খরচ করেছিলেন তিনি। ব্যাট হাতে ১৯ বলে মাত্র ১৭ রান করতে সক্ষম হন তিনি। এবার সেই ম্যাচের স্মৃতিচারণ করলেন বিজয়।
তিনি বলেন, ‘নিদাহাস ট্রফির সেই ম্যাচের (ফাইনাল) আহত অবস্থা থেকে বেরিয়ে আসতে পারাটা খুবই কঠিন ছিলো আমার জন্য। প্রথম সপ্তাহে আমি বাসার বাইরেই যেতে পারতাম না, কারণ যেই দেখতো সেই ম্যাচের কথা জিজ্ঞেস করতো এবং আমার ব্যাপারে নেতিবাচক কথা বলতো।’
তিনি আরো বলেন, ‘সেই ম্যাচের প্রথম দুই-তিনদিন পর আমি পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। যতবারই ঘুমাতে যেতাম, দেখতাম চোখ ভিজে গিয়েছে। ঐসময় আমার শুধু একটাই কাজ ছিলো, কঠোর অনুশীলন করা।’