এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ স্থগিত

ক্রিকেট দুনিয়া March 11, 2020 1,238
এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ স্থগিত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২১ ও ২২ মার্চ ম্যাচ দুটি হওয়ার কথা ছিল।


কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে তাই হল। করোনা আতঙ্কে ম্যাচ দুটি আপাতত স্থগিত করা হয়েছে।


তবে ম্যাচ দুটি কবে অনুষ্ঠিত হবে সেটা এখনো জানানো হয়নি। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘২১ ও ২২ মার্চ যে দুইটি ম্যাচ আছে- সে দুইটি নিয়েও সমস্যা হচ্ছে। যে বিশ্ব তারকারা আসবে তারা সবাই আসতে পারবে কি না, আবার আসলে যথাসময়ে ফিরতে পারবে কি না- এসব বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে বেশ কিছু।’


তিনি আরো বলেন, ‘তাই আমরা সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, দুইটি আয়োজনই আপাতত পেছানো হচ্ছে। পরে আমরা মাসখানেক সময় দেখে, সব পরিস্থিতি স্বাভাবিক হলে আবার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে যে কখন এগুলো করবো।’