অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি ঘোষণা

ক্রিকেট দুনিয়া March 11, 2020 3,748
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি ঘোষণা

চলতি বছরের জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অজিরা। আর এই দুই টেস্ট ম্যাচ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।


এবার দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জুনে বাংলাদেশে এসেই একটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা। প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করা হয়নি।


দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আগামী ১১ জুন থেকে ১৫ জুন প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায়।


মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৯ থেকে ২৩ জুন দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।