দীর্ঘ বিরতির পর সুখবর পেলেন সাব্বির

ক্রিকেট দুনিয়া March 10, 2020 10,943
দীর্ঘ বিরতির পর সুখবর পেলেন সাব্বির

একসময় জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন সাব্বির রহমান। তবে দীর্ঘদিন ধরেই দলের বাইরে ‘হার্ডহিটার’ তকমা পাওয়া এই ব্যাটসম্যান। ব্যাট হাতে ছন্দে না থাকায় সমালোচিত হচ্ছিলেন অনেক। অবশেষে সুখবর পেলেন তিনি। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দল পেয়েছেন এই ক্রিকেটার।


ছন্দে না থাকায় শুধু জাতীয় দল নয়, কিছুদিন আগে শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) দল পাননি সাব্বির। এছাড়া রোববার ঘোষিত বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা পাননি তিনি। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলেও তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ক্লাব।


তবে শেষ পর্যন্ত ডিপিএলে খেলার সুযোগ পাচ্ছেন সাব্বির। তাকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এর মাধ্যমে নিজেকে প্রমাণের জন্য বেশ ভালো একটা প্লাটফর্মই পেয়ে গেলেন তিনি।


এবার ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখদের নিয়ে বেশ ভাল দল গড়েছে লিজেন্ড অব রূপগঞ্জ। সাব্বির ছাড়াও তারা দলে ভিড়িয়েছে শাহরিয়ার নাফীস, মেহেদী মারুফ, শফিউল ইসলাম, নাবিল সামাদ, সানজামুল ইসলাম, পিনাক ঘোষ, নাঈম ইসলাম, মুক্তার আলী, জাকের আলী, সাদমান ইসলামদের মতো ক্রিকেটারদের। আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে ডিপিএলের এবারের আসর।


সূত্রঃ ডেইলি বাংলাদেশ