গত ৮ মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করে। যেখানে বাদ পড়েন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, রুবেল হোসেন, আবু হায়দার রনি, খালেদ আহমেদ এবং সাদমান ইসলাম।
অন্যদিকে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পান নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, এবাদত হোসেন, আফিফ হোসেন ধ্রুব এবং নাঈম শেখ। এবার কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা কে কোন ক্যাটাগরিতে সেটা প্রকাশ করেছে বিসিবি।
• এক নজরে ক্রিকেটারদের ক্যাটাগরির তালিকাটি দেখে নিন:
লাল বলের কেন্দ্রীয় চুক্তি-
এ+ ক্যাটাগরি: মুশফিকুর রহিম, তামিম ইকবাল।
এ ক্যাটাগরি: মুমিনুল হক।
বি ক্যাটাগরি: লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম।
ডি ক্যাটাগরি: মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।
সাদা বলের কেন্দ্রীয় চুক্তি-
এ+ ক্যাটাগরি: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার।
বি ক্যাটাগরি: লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান।
সি ক্যাটাগরি: মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন।
ডি ক্যাটাগরি: তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব ও নাইম শেখ।
সূত্রঃ বিডি২৪রিপোর্ট