জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অনিশ্চিত তামিম?

ক্রিকেট দুনিয়া March 10, 2020 1,723
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অনিশ্চিত তামিম?

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে নাও খেলতে পারেন তামিম ইকবাল। বাংলাদেশের দলের নব্য ওয়ানডে অধিনায়ককে এই ম্যাচে বিশ্রামে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।


ক্রিকফ্রেঞ্জিকে এমনটা জানিয়েছেন টিম ম্যানেজমেন্টের একটি সূত্র। সূত্রটি বলেছে, 'সন্ধ্যায় টিম ম্যানেজমেন্টের সভায় আমরা এটা নিয়ে আলোচনা করব।'


ইংল্যান্ড বিশ্বকাপে একটানা অফফর্মে ছিলেন তামিম। এরপর শ্রীলঙ্কা সফরেও ব্যর্থতার বৃত্তে ছিলেন তিনি। মাঝে লম্বা সময়ে ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি।


তামিম স্বরূপে ফিরে আসেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে। সিলেটে অনুষ্ঠিত হওয়া তিন ম্যাচে ১৫৫ গড়ে ৩১০ রান করেন তামিম। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেতে টানা সেঞ্চুরি করার মাধ্যমে হারানো আত্মবিশ্বাসও ফিরে পান বাঁহাতি এই ওপেনার।


প্রথম টি-টোয়েন্টিতেও ছন্দে ছিলেন তামিম ৩৩ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৪১ রান করেন তিনি। শেষ ম্যাচে তাঁর না খেলার জোরালো সম্ভাবনা থাকছে। তামিম না খেললে লিটন দাসের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে পারেন তরুণ ওপেনার নাঈম শেখ।