বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের চূড়ান্ত সময়সূচি

ক্রিকেট দুনিয়া March 10, 2020 4,295
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের চূড়ান্ত সময়সূচি

স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলার ব্যাপারে আগেই জানিয়েছিল আয়াল্যান্ড। এবার অফিসিয়ালি তা জানানো হলো।


সঙ্গে বাংলাদেশের আগামী মে মাসে আইরিশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের দিন-তারিখ চূড়ান্ত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।


ইংল্যান্ডে চারটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চারটি ভিন্ন ভেন্যুতে। স্টেডিয়ামগুলো হলো, দ্য ওভাল, চেমসফোর্ড, ব্রিস্টল ও এজবাস্টন। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটি আয়াল্যান্ডের স্টোরমন্টে অনুষ্ঠিত হবে।


• আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ সূচি:


১৪ মে-প্রথম ওয়ানডে, স্টোরমন্ট

১৬ মে-দ্বিতীয় ওয়ানডে, স্টোরমন্ট

১৯ মে-তৃতীয় ওয়ানডে, স্টোরমন্ট


২২ মে-প্রথম টি-২০, দ্য ওভাল

২৪ মে-দ্বিতীয় টি-২০, চেমসফোর্ড

২৭ মে-তৃতীয় টি-২০, ব্রিস্টল

২৯ মে-চতুর্থ টি-২০, এজবাস্টন


সূত্রঃ বাংলানিউজ২৪