টেস্ট ও ওয়ানডের মতো ছোট ফরম্যাটেও দুর্দান্ত বাংলাদেশকে দেখা গেলো। ব্যাটে-বলে দাপট দেখিয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪৮ রানের জয়ে সিরিজে এগিয়ে গেলো টাইগাররা। লিটন-তামিমের রেকর্ড জুটির পর সৌম্যর বিধ্বংসী ইনিংসে ২০০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ১৫২ রানেই গুটিয়ে যায় উইলিয়ামসরা।
দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাস ও তামিম আজও চড়াও হন জিম্বাবুয়ের বোলারদের উপর। ৯২ রানের জুটি গড়ে ভাঙেন আগের ৭১ রানে রেকর্ড। ৩৩ বলে ৪১ করে ফেরেন তামিম। কিন্তু লিটন থামেন ফিফটির পর (৫৯)। পরে সৌম্য সরকারও নাকানিচুবানি খাইয়ে দেন সফরকারীদের। ৩২ বলে ৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন সদ্য বিবাহিত জীবন শুরু করা সৌম্য। ৯২, ৪০ ও ৫৪ রানের তিনটি জুটিতেই ইনিংস শেষ করে স্বাগতিকরা।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আঘাত হানেন শফিউল। পরে মুস্তাফিজ আর আমিনুল ইসলাম বিপ্লবের কাছে ধরাশায়ী হয় উইলিয়মাসরা। কামুনহুকামু (২৮), উইলিয়ামস (২০), মুতুম্বানি (২০) একটু চেষ্টা করেন দলকে এগিয়ে নেয়ার কিন্তু তাতে হারের ব্যবধানটাই একটু কমে। - আমাদের সময়