সদ্যই শেষ হয়েছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনালে ভারতীয় নারী দলকে হারিয়ে পঞ্চমবারের মত শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। এবার টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি।
যেখানে আছেন চ্যাপিয়ন অস্ট্রেলিয়ার ৫ জন। ভারতের মধ্যে আছেন লেগ স্পিনার পুনম যাদব। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন ভারতীয় ব্যাটসম্যান শেফালি বার্মা। ইংল্যান্ড দলের চারজন সেরা একাদশে জায়গা পেয়েছেন।
অন্যদিকে এই একাদশে দক্ষিণ আফ্রিকার একজন আছেন। তবে জায়গা হয়নি নিউজিল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কোন ক্রিকেটার।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশঃ
১. অ্যালিসা হিলি (উইকেটরক্ষক, অস্ট্রেলিয়া)- ২৩৬ রান, ৭ ডিসমিসাল
২. বেথ মুনি (অস্ট্রেলিয়া)- ২৫৯ রান
৩. নাট শিভার (ইংল্যান্ড)- ২০২ রান
৪. হেদার নাইট (ইংল্যান্ড)- ১৯৩ রান
৫. মেগ লেনিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া)- ১৩২ রান
৬. লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা)- ৯৪ রান
৭. জেস জেনাসেন (অস্ট্রেলিয়া)- ১০ উইকেট
৮. সোফি একলেস্টন (ইংল্যান্ড)- ৮ উইকেট
৯. আনিয়া শ্রাবসোল (ইংল্যান্ড)- ৮ উইকেট
১০. মেগান শুট (অস্ট্রেলিয়া)- ১৩ উইকেট
১১. পুনম যাদব (ভারত)- ১০ উইকেট
দ্বাদশ ক্রিকেটার- শেফালি বার্মা (ভারত)- ১৬৩ রান।
সূত্রঃ বিডি২৪রিপোর্ট