সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, ওয়ানডে শেষে এবার টি-টোয়েন্টি মিশনে বাংলাদেশ দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে আজ সন্ধ্যায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামছে টাইগাররা।
সিরিজ জিতলেই আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিং-এ উন্নতি হবে টাইগারদের। এক ধাপ এগিয়ে নবমস্থানে উঠবে বাংলাদেশ।বাংলাদেশ বর্তমানে ২২৬ রেটিং নিয়ে দশমস্থানে রয়েছে।
নবমস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজেরও রেটিং ২২৬। তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে নবম স্থানে ক্যারিবীয়রা। তাই জিম্বাবুয়ের বিপক্ষে ১-০ বা ২-০ ব্যবধানে সিরিজ জিতলেই র্যাংকিংএ নবমস্থানে উঠবে বাংলাদেশ। ১-০ বা ২-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং হবে ২২৭।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ