এক নজরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল দেখে নিন

ক্রিকেট দুনিয়া March 8, 2020 3,283
এক নজরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল দেখে নিন

দুই বছর চলবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়বে।


• একনজরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল দেখে নিন-


১। ভারত – ৩৬০ পয়েন্ট (৯ ম্যাচে ৭ জয়, ২ হার)


২। অস্ট্রেলিয়া- ২৯৬ পয়েন্ট (১০ ম্যাচে ৭ জয়, ২ হার)


৩। নিউজিল্যান্ড- ১৮০ পয়েন্ট (৭ ম্যাচে ৩ জয়, ৪ হার)


৪। ইংল্যান্ড- ১৪৬ পয়েন্ট (৯ ম্যাচে ৫ জয়, ৩ হার)


৫। পাকিস্তান- ১৪০ পয়েন্ট (৫ ম্যাচে ২ জয়, ২ হার)


৬। শ্রীলঙ্কা- ৮০ পয়েন্ট (৪ ম্যাচে ১ জয়, ২ হার)


৭। দক্ষিণ আফ্রিকা- ২৪ পয়েন্ট (৭ ম্যাচে ১ জয়, ৬ হার)


৮। ওয়েস্ট ইন্ডিজ- ০ পয়েন্ট (২ ম্যাচে ২ হার)


৯। বাংলাদেশ- ০ পয়েন্ট (৩ ম্যাচে ৩ হার)