সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই অধিনায়ক ক্যারিয়ার শেষ করলেন মাশরাফি বিন মর্তুজা। অধিনায়ক মাশরাফির বিদায়ে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক কে হবেন সেটা এখনো চূড়ান্ত হয়নি।
তবে নতুন অধিনায়কের তালিকায় আছেন তিনজন। তারা হলেন দলের তিন সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। তাদের মধ্য থেকে একজনকে অধিনায়ক করা হবে বলেই জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এছাড়াও এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘যে দলে নিয়মিত, যার অভিজ্ঞতা আছে, অধিনায়ক হিসেবে চাপ নিতে পারে, সাহসী, এমন কাউকে বেছে নেব আমরা। সে ক্ষেত্রে সিনিয়র তিনজনের একজনই হয়তো হবে।’
তিনি আরো বলেন, ‘ওয়ানডেতে আমাদের দলের যে অবস্থা, প্রস্তাব দেব অন্তত তিন-চারটা সিরিজ পর্যন্ত যেন থাকে। যাতে দলকে সে গুছিয়ে নিতে পারে। আমরা চাই এমন একজনকে, যে ২০২৩ পর্যন্ত অধিনায়কত্ব করতে পারে।’