টাইগারদের নতুন অধিনায়কের নাম ঘোষণা আজ

ক্রিকেট দুনিয়া March 8, 2020 1,774
টাইগারদের নতুন অধিনায়কের নাম ঘোষণা আজ

ইতিমধ্যেই ওয়ানডে ক্রিকেটের অধিনায়কত্ব থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা । তবে তার বিদায়ের পর কে হতে পারে পরবর্তী অধিনায়ক? এই নিয়ে চলছে জল্পনা-কল্পনা।


এদিকে যুক্তরাজ্য ভিত্তিক জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, কে হতে যাচ্ছে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের পরবর্তী অধিনায়ক, তা আজকেই জানা যাবে।


যদিও সাকিব আল হাসান নিষেধাজ্ঞায় না থাকলে তিনিই অধিনায়ক হতেন। কিন্তু সাকিব না থাকায় দলের তিন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদের মধ্যে থেকে সেরা একজনকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া উচিত বলেই জানান মাশরাফি।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিব আসার পর কি হবে বা প্রক্রিয়াটা কি কাউকে দিয়ে শুরু হবে কিনা। আমি নিশ্চিত যে বাকি তিনজন যারা আছে, তাদের অধিনায়কত্ব করার সক্ষমতা আছে। বোর্ড সেরা একজনকে বেছে নেবে।’