নিজের রেকর্ড ভাঙতে লিটনকে উৎসাহ দিয়েছিলেন তামিম

ক্রিকেট দুনিয়া March 7, 2020 1,131
নিজের রেকর্ড ভাঙতে লিটনকে উৎসাহ দিয়েছিলেন তামিম

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৫৮ রানের ইনিংস খেলে নিজের রেকর্ড নিজে ভেঙেছিলেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। কিন্তু সিরিজের শেষ ম্যাচে তামিমের সাথে জুটি গড়েই ১৭৬ রান করে তামিমকে ছাড়িয়ে নতুন রেকর্ড করলেন আরেক ওপেনার লিটন দাস। এ রেকর্ডের পেছনে উৎসাহ দিয়েছিলেন তামিমই, এমনটাই জানান লিটন।


লিটনের ক্যামিও ইনিংস মাঠে যখন রানের ফোয়ারা ছোটাচ্ছিলো, তখন রেকর্ডের কথা মনে করিয়ে দেন তামিম, ‘যখন ১২০-১২২ রানে খেলছিলাম, তখন পরিস্থিতি এমন ছিল যে, আমাকে ব্যাট চালাতেই হবে। আমি যখন সফল হচ্ছিলাম, তামিম ভাই একটা কথাই বলছিলেন, এই একটা সুযোগ রানটা টপকে যাওয়ার।’


শুধু তাই নয়, রেকর্ড যেন লিটন করতে পারেন এর জন্য যথাসাধ্য উৎসাহও দিয়েছেন তামিম। যোগ করে লিটন বললেন, ‘উনি আমাকে এই জিনিসটা মনে করিয়ে দিয়েছেন। সঙ্গে বলেছেন, এমন কিছু করে রাখ, যেটা অনেক দিন টিকে থাকবে। আমি চাই না, এটা (নিজের রেকর্ড) টিকে থাকুক। উনি বলেছিলেন, এমন কিছু করে রাখ যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকদিন টিকে থাকবে। আমি চেষ্টা করেছি।’


তবে সেঞ্চুরি করার আগে থেকে নানা পরামর্শ দিয়ে লিটনকে উৎসাহ দিয়েছেন তামিম। লিটনের ভাষায়, ‘আমি যখন ৮০ রানে ছিলাম, তখন বোলাররা ভালো একটা সময় পার করছিল। তামিম ভাইয়েরও সিঙ্গেল আসছিল না, আমারও না। সে সময় থেকে তামিম ভাই আমাকে একটা কথা বলছিলেন, সময় গেলে এই ব্যাপারটা পার হয়ে যাবে। বাউন্ডারি আসবে, রান আসবে, খেলা আবার স্বাভাবিক হয়ে যাবে।’


জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আগের দিন সিলেটে ১৭৬ রানের অসাধারণ ইনিংস খেলেছেন লিটন। পেছনে ফেলেন আগের ম্যাচে তামিমের করা ১৫৮ রানের ইনিংসকে। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই ১৫৪ রানের রেকর্ড ইনিংসটি ভেঙেই নতুন রেকর্ড গড়েছিলেন তামিম। তবে লিটনের রেকর্ডের দিনে সেঞ্চুরি পেয়েছেন তামিমও। তার সঙ্গে গড়েছেন ২৯২ রানের রেকর্ড জুটিও।


সূত্রঃ আমাদের সময়