জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সব মিলিয়ে দুই ম্যাচ খেলেছেন টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে এই দুই ম্যাচ খেলেই সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন তিনি। এছাড়া প্রতি ম্যাচেই বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগার ছিল সাইফের।
সিরিজের প্রথম ম্যাচে ব্যাট-বল দুই দিকেই দুর্দান্ত ছিলেন সাইফউদ্দিন। সে ম্যাচে ৭ ওভার বল করে ২২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। টাইগারদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ ও মাশরাফী বিন মোর্ত্তজা।
দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেয়া হয় সাইফউদ্দিনকে। তৃতীয় ম্যাচে যেনো আরো ভয়ংকর ছিলেন তিনি। এবার চারজনকে সাজঘরে ফেরান তিনি। অবশ্য এবার ছিলেন কিছুটা খরুচে। ৬.৩ ওভারে ৪১ রান দেন এ অলরাউন্ডার। দ্বিতীয় সর্বোচ্চ দুই উইকেট নেন তাইজুল ইসলাম।
বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজে দুই দল মিলিয়ে মোটে ১৭জন বোলার বল করেছেন। তবে অন্য অনেকের চেয়ে এক ম্যাচ কম খেলেও সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন তিনিই। সাইফ ছাড়া সেরা পাঁচ বোলারের বাকি প্রত্যেকেই খেলেছেন সিরিজের সবগুলো ম্যাচ।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ