খেলা শুরু সন্ধ্যা পৌনে সাতটায়, কমে গেল ওভার

ক্রিকেট দুনিয়া March 6, 2020 1,461
খেলা শুরু সন্ধ্যা পৌনে সাতটায়, কমে গেল ওভার

অবশেষে এলো স্বস্তির খবর। বৃষ্টি বন্ধ হওয়ায় বাংলাদেশ আর জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি আবারও মাঠে গড়াতে যাচ্ছে। ম্যাচ ফের শুরু হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।


তবে বৃষ্টিতে অনেকটা সময় খেলা বন্ধ থাকায় ওভার কমিয়ে দেয়া হয়েছে। এখন ম্যাচটি হবে ৪৩ ওভারের। বাংলাদেশ ৩৩.২ ওভার ব্যাটিং করেছে, অর্থাৎ আর ১০ ওভারের মতো ব্যাটিংয়ের সুযোগ পাবে।


কি দারুণ খেলছিল টাইগাররা, এমন সময়ে বৃষ্টির হানা। হঠাৎ বন্ধ ম্যাচ। বৃষ্টি শুরুতে ঝিরঝিরে থাকলেও পরে তার তীব্রতা বেড়ে যায়। তাই ম্যাচ নিয়েই তৈরি হয় শঙ্কা।


অপেক্ষার অবসান ঘটিয়ে বৃষ্টি থেমেছে সিলেটে। সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কভার সরিয়ে ফেলা হয়। স্টেডিয়ামের দুই দিকে সুপার সপার আর অন্তত ২৫ গজ লম্বা দুটি চট দিয়ে মাঠ শুকানোর চেষ্টা চলছে।


৬টা ১৫ মিনিটে মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। তারপর তারা সিদ্ধান্ত নেন, ম্যাচ আবারও মাঠে গড়াবে সন্ধ্যা পৌনে সাতটায়। কমিয়ে ফেলা হবে ৭ ওভার করে। -জাগোনিউজ২৪