লিটনের সেঞ্চুরির পর বৃষ্টিতে ম্যাচ বন্ধ

ক্রিকেট দুনিয়া March 6, 2020 1,393
লিটনের সেঞ্চুরির পর বৃষ্টিতে ম্যাচ বন্ধ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ দল। আজ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামে দুইদল। অধিনায়ক হিসেবে এটাই মাশরাফি বিন মর্তুজার শেষ ম্যাচ।


টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। জিম্বাবুয়ের বোলারদের বিপক্ষে রীতিমত তাণ্ডব চালাতে থাকেন এই দুইজন। লিটন ৫৪ বলে ৭ চারে দুর্দান্ত এক হাফসেঞ্চুরি তুলে নেন।


অন্যদিকে তামিম ৬০ বলে ৩ চার ও ২ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। এরপর জিম্বাবুয়ের বোলারদের উপর রীতিমত চড়াও হন এই দুইজন। লিটন ১১৪ বলে ১৩ চারে সেঞ্চুরি পূর্ণ করেন। সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন তামিম। কিন্তু এরপর ম্যাচে বৃষ্টি আঘাত হানে। যার ফলে আপাতত ম্যাচটি বন্ধ রয়েছে।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৮২ রান। লিটন ১০২ ও তামিম ৭৯ রানে অপরাজিত আছেন।