অধিনায়কত্বের ইতি টানতে চলেছেন মাশরাফি বিন মর্তুজা। আজ শুক্রবার (৬ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলেই অধিনায়কত্ব ছাড়বেন তিনি।
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শেষ ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আগের দুটি ম্যাচ দুপুর ১টায় শুরু হলেও এই ম্যাচ শুরু হবে দুপুর ২ টায়।
মাশরাফির বিদায়ী ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। এই ম্যাচে জায়গা পেতে পারেন সৌম্য সরকার। বিশ্রামে থাকতে পারেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
বিশ্রাম কাটিয়ে একাদশে ফিরতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া অভিষেক হতে পারে আফিফ হোসেন ধ্রুবর। এবং পেসার শফিউল ইসলামের পরিবর্তে মুস্তাফিজুর রহমান ফিরতে পারেন একাদশে।
বংলাদেশ দলের সম্ভাব্য একাদশঃ সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফি হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আল-আমিন, মুস্তাফিজুর রহমান।