শেষ ওয়ানডের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া March 4, 2020 7,603
শেষ ওয়ানডের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৬৯ রানের বড় ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৪ রানে জয় পায় বাংলাদেশ দল। এরই ফলে একম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় টাইগাররা।


আগামী ৬ মার্চ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দুইদল। শেষ ওয়ানডের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তৃতীয় ওয়ানডের স্কোয়াডে যুক্ত হয়েছেন এক ক্রিকেটার।


বিয়ের কারণে ছুটিতে ছিলেন সৌম্য সরকার। তৃতীয় ওয়ানডের স্কোয়াডে ফিরেছেন তিনি। এছাড়া আর কোনো পরিবর্তন নেই। প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা আছেন শেষ ওয়ানডে স্কোয়াডেও।


তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দলঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান।