যখন ভারতে আসবে, তখন দেখিয়ে দিবোঃ কোহলি

ক্রিকেট দুনিয়া March 3, 2020 901
যখন ভারতে আসবে, তখন দেখিয়ে দিবোঃ কোহলি

নিউজিল্যান্ড সিরিজটা যে বেশ হতাশাজনক ছিল টিম ইন্ডিয়ার জন্য। তবে আজ নিজের রাগ ধরে রাখতে পারেননি কোহলি। স্লেজিং করেন প্রকাশ্যে।


ভারতের ব্যর্থতার সাথে সাথে পুরো সিরিজ জুড়ে ম্লান ছিলেন অধিনায়ক বিরাট কোহলি। তাইতো কথা চাপিয়ে রাখতে পারেননি বিশ্বসেরা এই ব্যাটসম্যান।


ক্রাইস্টচার্চ দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের দুই ওপেনার টম ব্লানডেল ও টম লাথামের শতরানের জুটি বেশ ভোগাচ্ছিল ভারতকে।


এমন সময় স্লিপে থেকে অধিনায়ক কোহলি বলে বসেন;“(জাব ইন্ডিয়া মে ইয়ে লোগ আতেঙ্গে, তাব দিখা দুঙ্গা) তারা যখন ভারতে আসবে, দেখিয়ে দিব আমি।”


উল্লেখযোগ্য যে, প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে হারে ভারত। এরপরের ম্যাচেও ঘুরে দাঁড়াতে চাইলেও নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে হোয়াইটওয়াশ হয় কোহলিরা।